আজ আমরা মাধ্যমিকের মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী | Madhyamik History Chapter 4 Important Questions আলোচনা করব। নীচে দেওয়া প্রশ্নগুলো এই অধ্যায় থেকে বারংবার তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এসে থাকে।
প্রথমেই মাধ্যমিক ইতিহাসের এই চতুর্থতম অধ্যায়টিকে তিনটি বিভাকে বা টপিকে ভাগ করে নেব, সেগুলি হল- (i) ১৮৫৭ সালের মাহবিদ্রোহ, (ii) সভাসমিতির যুগ এবং (iii) লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ।
Topic-A 👉 ১৮৫৭ সালের মহাবিদ্রোহ
১ মার্কের অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
১। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
» ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।
২। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল ?*
» ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল-এর টোটার প্রচলন।
৩। মহারাণী ভিক্টোরিয়া কোন্ আইনের দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন ?*
» মহারাণী ভিক্টোরিয়া ১৮৫৮ খ্রিস্টাব্দে ‘ভারত শাসন আইন’ দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন।
৪। কোন্ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে ?*
» ‘ভারত শাসন আইন’ (১৮৫৮ খ্রি.)-এর দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে।
২ মার্কের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
১। এনফিল্ড রাইফেলের টোটার ঘটনাটি কী ? অথবা, ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ?*
২। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা, কেন ‘সিপাহি বিদ্রোহ’ বা সামরিক বিদ্রোহ বলে অভিহিত করেছেন ?
৩। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা, কেন ‘জাতীয় বিদ্রোহ’ বলে অভিহিত করেছেন ?
৪। ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা, কেন ‘ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ বলে অভিহিত করেছেন ?
৫। ১৮৫৭-র বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণির মনোভাব কী ছিল ?*
অথবা, শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের (১৮৫৭) বিরোধিতা করেছিল ?*
অথবা, ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে শিক্ষিত সমাজ দূরে ছিল কেন ?*
৬। মহারাণীর ঘোষণাপত্র কী ?*
৭। ১৮৫৭ খ্রিস্টাব্দে মহারাণীর ঘোষণাপত্রে দেশীয় রাজাদের প্রতি কী ঘোষণা করা হয়েছিল ?
৮। ‘মহারাণীর ঘোষনাপত্র’-এর (১৮৫৮) মূল উদ্দেশ্য কী ছিল ?*
অথবা, মহারানির ঘোষণাপত্রের (১৮৫৮) প্রকৃত উদ্দেশ্য কী ছিল ?*
৪ মার্কের বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী
১। ১৮৫৭-এর মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণির বিদ্রোহ বলা যায় ?
২। ১৮৫৭-র বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল ?**
অথবা, শিক্ষিত বাঙালি সমাজ কেন ১৮৫৭ সালের বিদ্রোহকে সমর্থন করেনি ?
৩। টীকা লেখো: মহারানির ঘোষণাপত্র
৮ মার্কের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী
১। মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো।**
অথবা, সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো।**
২। ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ’ বলা যায় কি ? যুক্তি দাও।
Topic-B 👉 সভাসমিতির যুগ
১ মার্কের অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
১। কোন্ সময়কে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা হয়েছে ?
» উনবিংশ শতককে ‘সভাসমিতির যুগ’ বলে অভিহিত করা হয়েছে
২। কবে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় ?
» ১৮৩৮ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।
৩। কবে হিন্দুমেলা প্রতিষ্ঠিত হয় ?
» ১৮৬৭ খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়।
৪। কবে ‘ইন্ডিয়ান লিগ’ প্রতিষ্ঠিত হয় ?
» শিশিরকুমার ঘোষ ও হেমন্তকুমার ঘোষ ১৮৭৫ খ্রিস্টাব্দে ‘ইন্ডিয়ান লিগ’ নামে একটি রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করেন।
৫। ভারতসভার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ?
» ভারত সভার প্রথম অধিবেশন ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই কলকাতার অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হয়।
২ মার্কের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
১। উনিশ শতকের দ্বিতীয়ার্ধকে ‘সভাসমিতির যুগ’ বলা হয় কেন ?
২। জমিদার সভা ও ভারতসভার মধ্যে দুটি পার্থক্য লেখো।
৩। নবগোপাল মিত্র কে ছিলেন ?
৪। হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী ছিল ?
৫। ‘ল্যান্ডহোল্ডার্স সোসাইটি’ কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ?
৬। কবে, কাদের উদ্যোগে ভারতসভা প্রতিষ্ঠিত হয় ?
৭। ভারতসভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল ? ‘ইলবার্ট বিল’ কী ?
৪ মার্কের বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী
১। ‘সভাসমিতির যুগ’ বলতে কী বোঝ ? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
২। ‘বঙ্গভাষা প্রকাশিকা সভা’-কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ?*
৩। হিন্দুমেলার উদ্দেশ্য কী ছিল ?*
অথবা, হিন্দুমেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ?
৪। জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ করো।
৫। ভারতসভার জনপ্রিয়তা বৃদ্ধিতে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কী ভূ্মিকা ছিল ?
অথবা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যকলাপগুলি সম্পর্কে আলোচনা করো।
অথবা, ভারত সভার প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো।*
৬। টীকা লেখো: ইলবার্ট বিল*
৮ মার্কের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী
(এই বিভাগে ৮ মার্কের,সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেয়, তবুও নীচের প্রশ্নটি দেখে রাখতে পারো।)
১। বঙ্গভাষা প্রকাশিকা সভা এবং ভারতসভার গঠন ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো।
Topic-C 👉 লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ
১ মার্কের অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
১। ‘আনন্দমঠ’ উপন্যাসটির রচয়িতা কে ?
» আনন্দমঠ উপন্যাসটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
২। ‘বন্দেমাতরম’ সংগীতটির রচয়িতা কে ?
» বন্দেমাতরম সংগীতটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৩। ‘গোরা’ উপন্যাসটির রচয়িতা কে ?
» ‘গোরা’ উপন্যাসটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
৪। কে ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন ?
» অবনীন্দ্রনাথ ঠাকুর ‘ভারতমাতা’ চিত্রটি আঁকেন।
৫। কোন্ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ‘ভারতমাতা’ ছবিটি আঁকেন ?
অথবা, ‘ভারতমাতা’ চিত্রটি কোন্ ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত ?
» ভারতের নবজাগ্রতা জাতীয়তাবাদ ও বঙ্গভঙ্গ-বিরোধী স্বদেশী আন্দোলনের (১৯০৫ খ্রি.) প্রেক্ষাপটে বা অনুপ্রেরণায় অবনীন্দ্রনাথ ভারতমাতা ছবিটি আঁকেন।
৬। ‘বর্তমান ভারত’ গ্রন্থটির রচয়িতা কে ?
» ‘বর্তমান ভারত’ গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ।
৭। ‘বর্তমান ভারত’ গ্রন্থে ভারতের কোন্ সময়ের ইতিহাস আলোচিত হয়েছে ?
» বর্তমান ভারত গ্রন্থে বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের পূর্ণাঙ্গ ইতিহাস আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছে।
৮। ‘গোরা’ উপন্যাসটি কবে প্রকাশিত হয় ?
» ‘গোরা’ উপন্যাসটি প্রথমে ১৯০৭ থেকে ১৯০৯ খ্রিস্টাব্দ পর্যন্ত ‘প্রবাসী’ পত্রিকায় এবং ১৯১০ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
৯। কবে ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’ প্রতিষ্ঠিত হয় ?
» ১৯০৭ খ্রিস্টাব্দে ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’ প্রতিষ্ঠিত হয়।
২ মার্কের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী
১। উনিশ শতকের বাংলায় জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের ভূমিকা ছিল ?*
২। ‘আনন্দমঠ’ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল ?*
৩। আনন্দমঠ উপন্যাস লেখার পেছনে বঙ্কিমচন্দ্রের একমাত্র ঐতিহাসিক উদ্দেশ্য কী ছিল ?
৪। উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘আনন্দমঠ’ উপন্যাসটির কীরূপ অবদান ছিল ?
৫। উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ‘ভারতমাতা’ চিত্রটির কীরূপ ভূমিকা ছিল ?
৬। অবনীন্দ্রনাথ ঠাকুরের অঙ্কিত ‘ভারতমাতা’ চিত্রটির বর্ণনা দাও।
৭। গগনেন্দ্রনাথ ঠাকুরকে ‘বাংলা ব্যঙ্গচিত্রের জনক’ বলা হয় কেন ?
৮। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় ?*
৪ মার্কের বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী
১। ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ‘ভারতমাতা’ চিত্রটির কী অবদান ছিল ?
অথবা, জাতীয়তাবাদের প্রসারে ভারতমাতা চিত্রের গুরুত্ব আলোচনা করো।
২। গগনেন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন ব্যঙ্গচিত্রে কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা ফুটে উঠেছে ?
অথবা, গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে কীভাবে তুলে ধরেছিলেন ?
৮ মার্কের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী
১। জাতীয়তাবোধের বিকাশে বিবেকানন্দের অবদান আলোচনা করো।* [এই প্রশ্নটি ৪ মার্কের ক্ষেত্রেও আসতে পারে।]
অথবা, স্বামী বিবেকানন্দ কীভাবে স্বদেশবাসীকে স্বদেশ মন্ত্রে দীক্ষিত করতে চেয়েছিলেন ?
২। ‘গোরা’ উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। (৪ মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আসতে পারে।)
এই ছিল তোমাদের মাধ্যমিক ইতিহাসের চতুর্থ অধ্যায় (সংঘবদ্ধতার গোড়ার কথা) এর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের করতে হবে, বিশেষ করে যে প্রশ্নগুলির পাশে * চিহ্ন দেওয়া আছে, সেগুলি আরও বেশি গুরুত্বপূর্ণ।