নবম শ্রেণীর ইতিহাস সাজেশন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন | WBBSE Class Nine History Suggestion Second Unit Test
অধ্যায়-৩ : ঊনবিংশ শতকের ইউরোপ : রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত
২ মার্কের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী :
১। ভিয়েনা সম্মেলনের দুটি উদ্দেশ্য কী ছিল ?
২। ‘মেটারনিক ব্যবস্থা’ কী ?
৩। কার্লসবাড ডিক্রি কী ?
৪। জাতীয়তাবাদ বলতে কী বোঝায় ?
৫। ‘ট্রোপোর ঘোষণা’ বলতে কী বোঝো ?
৬। ‘মনরো নীতি’ কী ?
৭। রিসর্জিমেন্টো কী ?
৮। ‘জোলভেরাইন’ কী ?
৪ মার্কের বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী :
১। ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো।
২। টীকা লেখো : মেটারনিক ব্যবস্থা, এমস টেলিগ্রাম, বিসমার্কের ‘রক্ত ও লৌহ’ নীতি
৩। ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ গ্যারিবল্ডির অবদান কী ছিল ?
৮ মার্কের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী :
১। মেটারনিক ব্যবস্থা কী ? কেন তা ব্যর্থ হয়েছিল ?
২। ১৮৩০ খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো।
৩। ইটালির ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাৎসিনি এবং তাঁর ইয়ং ইটালি দলের ভূমিকা আলোচনা করো। ***
অথবা, টীকা লেখো : ইয়ং ইটালি ***
৪। বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন ? ***
৫। ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। **
অধ্যায়-৪ : শিল্পবিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ
২ মার্কের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী :
১। শিল্পবিপ্লব বলতে কী বোঝাও ?
অথবা, শিল্পবিপ্লব কাকে বলে ?
২। ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লব হয়েছিল কেন ?
৩। ফ্যাক্টরি প্রথা কী ?
৪। ‘পিটারলু-র হত্যাকাণ্ড’ কী ?
৫। ‘রক্তাক্ত মে সপ্তাহ’ কী ?
৬। নব্য সাম্রাজ্যবাদ বা নয়া উপনিবেশবাদ কী ?
৭। সুয়েজ খাল খননের গুরুত্ব কী ?
৮। মুক্তদ্বার নীতির ঘোষণায় কী বলা হয় ?
৯। ‘সম্পদের নির্গমন’ বলতে কী বোঝো ?
১০। সেরাজেভো হত্যাকাণ্ড কী ?
১১। আফ্রিকাকে ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হয় কেন ?
১২। কবে, কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে ?
৪ মার্কের বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী :
১। চীন ও আফ্রিকার ব্যবচ্ছেদে ইউরোপীয় দেশগুলির ভূমিকা সংক্ষেপে লেখো। ***
অথবা, আফ্রিকার ব্যবচ্ছেদ কীভাবে ঘটেছিল ?
অথবা, ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বীতে আফ্রিকার ব্যবচ্ছেদ কীভাবে ঘটে তার বর্ণনা দাও।
অথবা, ঔপনিবেশিক শক্তিগুলি কেন চীন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল ?
২। সেরাজেভো হত্যাকাণ্ড কী ? ***
অথবা, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ? ***
৩। ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা কীভাবে সাম্রাজ্যবাদ ও উগ্র জাতীয়তাবাদের জন্ম দেয় তা আলোচনা করো।
৮ মার্কের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী :
১। ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার কারণগুলি কী ছিল ? ***
২। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো।
৩। সমকালীন সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের কী প্রভাব পড়েছিল তা আলোচনা করো। ***
অথবা, শিল্পবিপ্লবের ফলাফলগুলি উল্লেখ করো।
অথবা, শিল্পবিপ্লবের রাজনৈতিক ও অর্থনৈতিক ফলাফলগুলি আলোচনা করো।
অধ্যায়-৫ : বিংশ শতকের ইউরোপ
২ মার্কের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী :
১। জারতন্ত্র বলতে কী বোঝো ?
২। কাকে এবং কেন ‘আধুনিক রাশিয়ার জনক’ বলা হয় ?
৩। ‘নারোদনিক আন্দোলন’ কী ?
৪। মেনশেভিক ও বলশেভিক কথার অর্থ কী ?
৫। ‘রক্তাক্ত রবিবার’ কী ?***
৬। এপ্রিল থিসিস কী ? ***
৭। ‘সেরাজেভো হত্যাকাণ্ড কী ? ***
৮। চোদ্দো দফা নীতি কী ?
৯। হেরেনভক তত্ত্ব কী ?***
১০। উগ্র জাতীয়তাবাদ বলতে কী বোঝো ?
৪ মার্কের বিশ্লেষণধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলী :
১। টীকা লেখো: (ক) এপ্রিল থিসিস*** (খ) উড্রো উইলসনের চোদ্দো দফা নীতি
২। স্পেনের গৃহযুদ্ধের কারণ ও গুরুত্ব/ফলাফল উল্লেখ করো।
অথবা, স্পেনের গৃহযুদ্ধকে ‘দ্বিতীয় যুদ্ধের মহড়া’ বলা হয় কেন ?
৮ মার্কের ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নাবলী :
১। রুশ/নভেম্বর/বলশেভিক বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো (রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ)।
২। প্রথম বিশ্বযুদ্ধের বিভিন্ন ফলাফল গুলি আলোচনা করো।
৩। ভার্সাই সন্ধির বিভিন্ন শর্তগুলি উল্লেখ করো।
৪। ১৯২৯ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রধান কারণ ও ফলাফলগুলি আলোচনা করো
।***
৫। জার্মানিতে হিটলারের/নাৎসি দলের উত্থানের ইতিহাস আলোচনা করো।***